গৌরি সেনের অবস্থান পরিবর্তন
'গৌরি সেনের অবস্থান পরিবর্তন'
গৌরি সেনের জন্ম ১৫৮০ সনে হুগলীতে। উনার জন্ম বনিক পরিবারে। তিনি নিজেও ব্যবসা করে প্রচুর সম্পত্তি অর্জন করেন।কোন গরীব মানুষ সরকারী কোষাগারে দেয় কর প্রদান করতে সমর্থ না হলে, উনি প্রদান করতেন। সেই থেকে প্রবাদ “ লাগে টাকা দিবে গৌরি সেন”।
বাংলাদেশের প্রায় প্রতিটি স্থাপনার নির্মান খরচ পৃথিবীর বহু দেশের চাইতে বেশী। এ যেন দেখার কেউ নাই । জনগনকে সেবা পেতে অনেক বেশী মূল্য দিতে হয়। বছর বছর সবকিছুর মূল্য বাড়িয়ে ঘাটতি পূরন করা হয়। বিভাগীয় তেমন কোন ব্যবস্থা পরিলক্ষিত হয় না। ভাবখানা এমন “লাগে টাকা দেবে গৌরি সেন”। এখানে গৌরিসেন হল জনতা। গৌরীসেন ধনী ব্যক্তি হিসাবে গরীবদের অপরিশোধিত কর দিয়ে দিতেন। এখন সাধারন জনগনকে গৌরী সেনের ভূমিকায় অবতীর্ন হতে বাধ্য করা হচ্ছে।
ফেসবুক - Darpone Amra - Facebook
ইউটিউব - Darpone Amra - YouTube
ব্লগার - Dapone Amra - Blogger
No comments