বাঙ্গালীর চরিত্র কি দিয়ে পরিষ্কার করা সম্ভব
'বাঙ্গালীর চরিত্র কি দিয়ে পরিষ্কার করা সম্ভব !'
একটি জাতির উন্নতির অন্যতম বৈশিষ্ঠ্য নিজের বিশ্বাস ও সম্মানবোধ। একশত বছরের আগে ব্রিটিশ সরকারের অমানবিক আচরনের ফলে কিছু শিখ বা ভারতীয় ব্রিটিশ কলাম্বিয়ার পোর্টে জাহাজেই মারা যায়। শিখদের চেষ্টায় কয়েক বছর আগে কানাডা সরকার দুঃখ প্রকাশ করে এবং সম্প্রতি ক্ষমা চেয়েছে। ঠিক একশত বছর আগে তুর্কী সরকার আর্মেনিয়ায় গনহত্যা করে। গন হত্যার পর থেকেই তারা গনহত্যা দিবস পালন করে আসছে এবং তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এখনও আলাপ-আলোচনায় আছে। আর্মেনিয়া সহ অনেক গনহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি থাকলেও, বাংলাদেশে ঘটে যাওয়া গনহত্যার স্বীকৃতি নাই। বাংলাদেশে গনহত্যা নিয়ে যা কাজ হয়েছে তার প্রায় পুরোটাই বেসরকারী পর্যায়ে। জাতীয় পর্যায়ে ইস্যুটি জনপ্রিয় না হওয়ার কারন আমাদের আত্মমর্যাদার বড়ই অভাব; যা দেশী-বিদেশী বিজ্ঞজনরা বলেছেঃ
টমাস বাবিংটন ম্যাকলে ১ জন ব্রিটিশ ঐতিহাসিক,বিশিষ্ট বুদ্ধীজিবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ। রাজনীতি ও সাহিত্যে গুরুত্বপূর্ন অবদানের জন্য তাঁকে ওয়েষ্ট মিনিস্টার অ্যাবে সমাহিত করা হয়। এখানে সমাহিত আছে চার্লস ডারউইন এবং নিউটনের মত ব্যক্তিবর্গ।
টমাস বাবিংটন ম্যাকলে (১৮০০-৫৯) বাঙালি চরিত্র সম্পর্কে বলেছেন, ‘মোষের যেমন শিং আছে, মৌমাছির আছে হুল, গ্রিক সংগীতে যেমন মেয়েদের সৌন্দর্য, তেমনি বাঙালিদের বিশেষত্ব প্রতারণা। প্রতিজ্ঞা ভঙ্গ করার সুন্দর অজুহাত দেখায়; প্রতারণা, মিথ্যা হলফ, জালিয়াতি এসব—তারা আত্মরক্ষার্থে কিংবা অন্যের ক্ষতি করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে দ্বিধা করে না; গাঙ্গেয় নিম্নাঞ্চলের লোকদের স্বভাবই এ রকম (আকবর আলি খানের অনুবাদ)।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে মন্তব্য করেছেন, ‘পরশ্রীকাতরতা এবং বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে।...ঈর্ষা, দ্বেষ সকল ভাষায়ই পাবেন, সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে, কিন্তু বাঙালির মধ্যে আছে পরশ্রীকাতরতা।’
আমাদের সমস্যার গভীরতায় মনে হচ্ছে মনোবিজ্ঞানীরাও এর সঠিক সমাধান দিতে হয়ত অসমর্থ হবে! রাজনৈতিক,আর্থিক এবং অন্য কোন শক্তিকে বিবেচনায় না নিয়ে, আইনের সার্বজনীন প্রয়োগই আংশিক হলেও সমাধান দিবে!
আমাদের সাথে যুক্ত হোনঃ
ফেসবুক - Darpone Amra - Facebook
ইউটিউব - Darpone Amra - YouTube
ব্লগার - Dapone Amra - Blogger
No comments